নোয়াখালী-ঢাকা রুটে চালু হলো প্রিমিয়াম বাস সার্ভিস ‘সারা এক্সপ্রেস’
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালী থেকে ঢাকার যাত্রা আরও আরামদায়ক ও আধুনিক হচ্ছে। নতুন প্রিমিয়াম বাস সার্ভিস ‘সারা এক্সপ্রেস’ বৃহস্পতিবার সকালেই যাত্রা শুরু করেছে।
সোনাপুর বাসস্ট্যান্ডে ফিতা কেটে সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারা এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন জাবেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, শহিদুল ইসলাম কিরন, দেলোয়ার হোসেন, ছালেহ আবদুল্যাহ মো. সবুজ, নুরুল আমিন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ, মালিক ও শ্রমিকেরা এবং সাধারণ যাত্রীরা।
সারা এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন জাবেদ জানান, প্রাথমিকভাবে ৫০টি আধুনিক এসি বাস চালু করা হয়েছে। যাত্রীদের আরাম ও সুবিধার জন্য ১৫টি স্লিপার সিটও রাখা হয়েছে, যা বিশেষভাবে অসুস্থ, বৃদ্ধ ও গর্ভবতী যাত্রীদের জন্য উপযোগী।
তিনি আরও জানান, বাসগুলোতে রয়েছে আধুনিক রিক্লাইনিং সিট, পূর্ণ এসি সুবিধা, জিপিএস ট্র্যাকিং, লাইভ মনিটরিং, সিসিটিভি নিরাপত্তা, অনলাইন টিকিটিং সুবিধা এবং দক্ষ স্টাফ। যাত্রীদের জন্য নিরাপদ, সময়নিষ্ঠ ও উন্নতমানের ভ্রমণ নিশ্চিত করাই সারা এক্সপ্রেসের প্রধান লক্ষ্য।
কর্তৃপক্ষ আশা করছেন, এই নতুন সার্ভিস নোয়াখালী-ঢাকা রুটকে আরও দ্রুত, আরামদায়ক ও মানসম্মত করে তুলবে।
১২৭ বার পড়া হয়েছে