ভারত থেকে চিংড়ি পোনার ডিম আমদানি বন্ধের দাবি
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ৯:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশীয় চিংড়ি শিল্পকে রক্ষা করার জন্য ভারত থেকে ভেনামি চিংড়ি পোনার ডিম (নপলি) আমদানি বাতিলের দাবি জানিয়েছে শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
বুধবার দুপুরে কক্সবাজারে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতি লুৎফুর রহমান কাজল বলেন, ভারত থেকে আমদানি হওয়া নপলির ফলে স্থানীয় হ্যাচারি, চাষি ও সংশ্লিষ্ট লক্ষাধিক মানুষের জীবনযাত্রা বিপন্ন হতে পারে। তিনি আরও জানান, বিদেশি নপলি আমদানির মাধ্যমে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যা দেশের চিংড়ি উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের যে প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে তাদের নিজস্ব কোন হ্যাচারী নেই। এছাড়া ভারতের যে প্রতিষ্ঠান থেকে নপলি আমদানি হবে, তাদেরও হ্যাচারী নেই। অনুমোদিত ৪২ কোটি নপলির পরিবর্তে সিন্ডিকেট চক্র দুই-তিনশো কোটি পোনা আমদানি করার পরিকল্পনা করছে।
সংবাদ সম্মেলনে মহাসচিব গিয়াস উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং চিংড়ি শিল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
১৫৩ বার পড়া হয়েছে