দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুর জেলা বিএনপির নেতা মাসুদ বহিষ্কার
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।
বিএনপির পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাসুদ দীর্ঘদিন ধরে নিজস্বভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে বিএনপি ওই আসনে দলীয় প্রার্থী হিসেবে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে মনোনয়ন দিয়েছে।
মো. শফিকুল ইসলাম মাসুদ এর আগে শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি এবং জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক এবিএম মামুনুর রশিদ পলাশ বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাসুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, দলীয় নীতি ও সংগঠনের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কারণেই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে