সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজ যুবকের লাশ সরিষা ক্ষেত থেকে উদ্ধার
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের একদিন পর হাফিজুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সলপ ইউনিয়নের চর তারা বাড়িয়া দিয়ার পাড়া এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হাফিজুল ইসলাম ওই এলাকার মৃত আনসার মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, হাফিজুল ইসলাম রোববার বাড়ি থেকে বের হয়েছিলেন এবং আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। সোমবার বিকেলে স্থানীয়রা সরিষা ক্ষেতের মধ্যে লাশটি দেখে পরিবারের কাছে খবর দেন। পরিবারের সদস্যরা এসে মৃতদেহ শনাক্ত করেন।
এ ঘটনায় অবহিত হয়ে উল্লাপাড়া মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, মৃতদেহ ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
১০৭ বার পড়া হয়েছে