মাদারীপুরে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ১:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী আনিছুর রহমান তালুকদারের বিরুদ্ধে জামায়াত প্রার্থী মো. রফিকুল ইসলাম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে বিএনপি প্রার্থী ভোট চাচ্ছেন।
জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম বলেন, 'আমরা নিজেদের নির্বাচনী প্রচারণায় আচরণবিধি মেনে চলার চেষ্টা করেছি। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রলোভন দেখিয়ে ভোট চাইছেন। প্রশাসনের কাছে অনুরোধ, বিষয়টি দেখভাল করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আমরা চাই নির্বাচন সুন্দর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হোক।'
অন্যদিকে, বিএনপি প্রার্থী আনিছুর রহমান তালুকদার এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, 'আমি শুরু থেকেই নির্বাচনী আচরণবিধি মেনে চলছি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের দোয়া মাহফিলে আমাদের ৩১ দফা নিয়ে আলোচনা করতে গিয়ে কৃষি ও ফ্যামিলি কার্ডের কথা উল্লেখ করেছি। আমি কার্ড দেখিয়ে ভোট চেয়েছি এমন অভিযোগ মিথ্যা।'
স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে সরব আলোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
১০৯ বার পড়া হয়েছে