সারাদেশ
গোপালগঞ্জ সদর উপজেলায় সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিএনপির স্থানীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের নেতারা নির্বাচনী কৌশল ও নির্দেশনা দিয়েছেন।
'বিএনপি প্রার্থীর বিরুদ্ধে কাজ করলে তারা তারেক রহমানের শত্রু'
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ১:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলায় সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিএনপির স্থানীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের নেতারা নির্বাচনী কৌশল ও নির্দেশনা দিয়েছেন।
সভায় জানানো হয়, বিএনপি ও তার প্রার্থীর বিরুদ্ধে যারা কাজ করবে বা ভোট চাইবে, তারা দলের ও চেয়ারম্যান তারেক রহমানের শত্রু হিসেবে বিবেচিত হবেন। দেশের ভোটারদের অর্ধেক নারী হওয়ায় দ্রুত নারী সমাবেশের আয়োজন করতে হবে।
বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী ডা. কে এম বাবর, জিয়াউল কবীর বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সদর উপজেলার ২১ ইউনিয়নের প্রতিনিধি উপস্থিত ছিলেন। নেতারা আরও বলেন, বিএনপির প্রার্থীর বাইরে কাউকে সমর্থন করা যাবে না এবং দলের সব ইউনিয়ন কার্যালয় থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন