বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারতে হবে কি না, অনিশ্চয়তা কাটেনি
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র তিন সপ্তাহ বাকি থাকলেও বাংলাদেশের ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা অব্যাহত আছে।
আইসিসি এখনও নির্ধারণ করেনি, বাংলাদেশ দল নির্ধারিত ভারতীয় ভেন্যুতে খেলবে কি না। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বিকল্প ভেন্যু খোঁজা হচ্ছে, তবে শ্রীলঙ্কায় ম্যাচ সরানো সম্ভবনা খুব কম।
আইসিসি ও বিসিসিআই ইতোমধ্যেই তামিলনাড়ু ও কেরালার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে। চেন্নাই ও তিরুভনন্তপুরমে বাংলাদেশ ম্যাচ আয়োজনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে ইতোমধ্যেই সাতটি ম্যাচ হওয়ার কথা, যার মধ্যে ‘সুপার এইট’ ম্যাচও রয়েছে। টিএনসিএ জানিয়েছে, তাদের কাছে অতিরিক্ত ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত পিচ আছে।
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলবে। ১৭ ফেব্রুয়ারি নেপালের সঙ্গে মুম্বাইয়ে খেলবে টাইগাররা।
বিসিবি ইতোমধ্যে আইসিসিকে নিরাপত্তার কারণে ভেন্যু পরিবর্তনের জন্য দুটি চিঠি পাঠিয়েছে। তবে ৭ ফেব্রুয়ারির কাছাকাছি সময় শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন লজিস্টিকভাবে কঠিন হওয়ায় আইসিসি সেই দাবিতে সাড়া দেওয়ার সম্ভাবনা খুব কম। ধারণা করা হচ্ছে, ১২ জানুয়ারি সংস্থাটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে।
১০৪ বার পড়া হয়েছে