মিয়ানমারে সংঘাত: বাংলাদেশে ঢুকেছে অন্তত ৫০, এখনও বেঁচে আছে আফনান
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মিয়ানমারের আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে অন্তত ৫০ রোহিঙ্গা সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। বর্তমানে তারা বাংলাদেশ পুলিশের হেফাজতে রয়েছেন।
সীমান্ত এলাকায় সংঘর্ষ চলাকালীন এক শিশু গুরুতর আহত হয়েছেন। আহত শিশুর নাম হুজাইফা সুলতানা আফনান, বয়স ১২ বছর। সে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকার জসিম উদ্দিনের মেয়ে।
প্রথমে শিশুটি মারা গেছে বলে জানানো হলেও পরে নিশ্চিত করা হয়, আফনান এখনও বেঁচে আছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, সীমান্ত অতিক্রম করা রোহিঙ্গা সশস্ত্রদের মধ্যে থাকা কিছু সদস্য ওপারের সংঘর্ষে টিকে না পেরে বাংলাদেশে পালিয়ে এসেছে। একই সময় নাফ নদীতে কাঁকড়া আহরণকারী দুই বাংলাদেশিও সীমান্ত অতিক্রম করেছেন। বিজিবি, র্যাব, নৌবাহিনী, সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ সদস্যরা তাদের হেফাজতে নিয়েছেন।
হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল জানান, প্রথমে শিশুটির পরিবারও তার মৃত্যুর খবর জানেন, পরে নিশ্চিত হয় শিশুটি বেঁচে আছে এবং তাকে কুতুপালং এমএসএফ হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।
১১৮ বার পড়া হয়েছে