হাইকোর্ট জিএম কাদের ও এনডিএফ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রুল জারি
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হাইকোর্ট জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছে।
একই সঙ্গে ওই প্রার্থীদের প্রার্থিতা বাতিল করার বিষয়ে রুল জারি করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।
এর আগে ৭ জানুয়ারি এই রিটের শুনানি অনুষ্ঠিত হয়েছিল। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়।
রিটকারা ভোলার বাসিন্দা আবদুল্লাহ আল মাহমুদ। তিনি জানিয়েছেন, সংবিধানের ৬৬(২)(ঙ) অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের অংশ থাকা দলগুলোর বিরুদ্ধে নির্বাচনী অযোগ্যতার প্রমাণ রয়েছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের অংশ) ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে। জাতীয় পার্টি (আনিসুল ইসলাম) ও জেপির নেতৃত্বাধীন নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১৯ আসনে ১৩১ জন প্রার্থী ঘোষণা করেছে।
১২২ বার পড়া হয়েছে