সর্বশেষ

জাতীয়গণভোটে ‘হ্যাঁ’ বললেই সংস্কারের পথে বাংলাদেশ এগোবে: রিজওয়ানা
২০০৮ সালের নির্বাচন কমিশন যথাযথভাবে দায়িত্ব পালন করেনি : দুদক চেয়ারম্যান
শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ড: আপিলের শুনানি চেম্বার জজ আদালতে
হাইকোর্ট জিএম কাদের ও এনডিএফ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রুল জারি
গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী, দুর্ভোগ চরমে
সারাদেশটেকনাফে গুলিবিদ্ধ শিশু বেঁচে আছে, চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে
দাউদকান্দিতে বাস দুর্ঘটনা: ৪ জনের মৃত্যুর ঘটনায় বাসমালিক গ্রেপ্তার
খুলনায় আবারও জোড়া হত্যাকাণ্ড, এলাকায় আতঙ্ক
ধামরাইয়ে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ
সোনামসজিদে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু
মাদুরোর মুক্তির দাবিতে মাগুরায় মানববন্ধন
বেনাপোলে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
আন্তর্জাতিকইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, উত্তাল পরিস্থিতি অব্যাহত
সিরিয়ায় আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা
খেলারংপুরকে আবারও হারাল রাজশাহী, পয়েন্ট টেবিলে দুইয়ে ওয়ারিয়র্স
জাতীয়

২০০৮ সালের নির্বাচন কমিশন যথাযথভাবে দায়িত্ব পালন করেনি : দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাখিল করা সম্পদের হলফনামার সঙ্গে বাস্তবে পাওয়া সম্পদের বড় ধরনের অমিল ছিল বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি বলেন, সে সময় দুদক ও নির্বাচন কমিশন যদি যথাযথভাবে দায়িত্ব পালন করত, তাহলে তার প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল।

রোববার (১১ জানুয়ারি) দুদকের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

হলফনামা যাচাইয়ের সীমাবদ্ধতার কথা তুলে ধরে ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, প্রার্থীদের হলফনামা যাচাইয়ের জন্য যে অল্প সময় পাওয়া যায়, তাতে গভীর অনুসন্ধান করা কঠিন হয়ে পড়ে। এ কারণেই গণমাধ্যমকর্মীদের সহযোগিতা দুদকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো প্রার্থীর হলফনামায় প্রদর্শিত সম্পদের বিষয়ে সন্দেহ হলে তা অনুসন্ধান করে দ্রুত দুদকের কাছে তথ্য তুলে ধরতে হবে। সাংবাদিকরাও অনুসন্ধানী ভূমিকা পালন করেন, তাদের তথ্য দুদকের কার্যক্রমকে আরও কার্যকর করবে।

দুদক চেয়ারম্যান আরও বলেন, হলফনামায় অপ্রদর্শিত সম্পদের মালিক কিংবা অবৈধভাবে সম্পদ অর্জনকারীরা যেন ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে না পারেন, সেটিই কমিশনের প্রত্যাশা।

তিনি বলেন, দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই দুদকের মূল লক্ষ্য। দুর্নীতি একটি বড় জাতীয় সংকট উল্লেখ করে তিনি বলেন, এই সংকট মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে এবং ভবিষ্যতের নেতৃত্ব যেন সৎ ও ন্যায়নিষ্ঠ হয়, সে বিষয়ে সবাইকে ভূমিকা রাখতে হবে।

র‍্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তাবারুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এবং দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীম।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন