গণভোটে ‘হ্যাঁ’ বললেই সংস্কারের পথে বাংলাদেশ এগোবে: রিজওয়ানা
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গণভোটে অংশগ্রহণকে নাগরিকদের জন্য অপরিহার্য উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রকৃত সংস্কার চাইলে গণভোটে জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
তাঁর মতে, এই গণভোটের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতার ভার শাসকগোষ্ঠীর হাত থেকে জনগণের দিকে ফিরিয়ে আনার সুযোগ তৈরি হয়েছে।
রোববার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিক পদক-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিনের দ্বিতীয় ভোটটি হবে গণভোটের জন্য, যা দেশের ক্ষমতার কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সিদ্ধান্ত হিসেবে কাজ করবে। তিনি বলেন, গণভোটে অংশ না নেওয়া, নিরব থাকা কিংবা ‘না’ ভোট দেওয়া মানে সংস্কারের ঐতিহাসিক সুযোগ থেকে দেশকে আরও বহু বছর পিছিয়ে দেওয়া।
উপদেষ্টা আরও বলেন, প্রস্তাবিত সংস্কারগুলো সম্পর্কে সরকার ইতোমধ্যে ব্যাখ্যামূলক নোট ও প্রচার কার্যক্রম চালাচ্ছে। নাগরিকদের উচিত এসব প্রস্তাব মনোযোগ দিয়ে পড়া, বোঝা এবং নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করা। সংস্কার চাইলে গণভোটে অংশ নিয়ে তার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
ভয়ভীতি দেখিয়ে ভোটারদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন রিজওয়ানা হাসান। তিনি বলেন, অতীতের আন্দোলনগুলো ভয়ের কারণে সফল হয়নি, কিন্তু জুলাই–আগস্টের আন্দোলন সফল হয়েছিল কারণ মানুষ ভয়কে জয় করতে পেরেছিল। এবারও সেই সাহস দেখাতে হবে।
তরুণ সমাজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, স্বৈরতন্ত্র থেকে দেশকে মুক্ত করতে তরুণরা যে ভূমিকা রেখেছে, একইভাবে তাদের গণতন্ত্রের ভিত শক্ত করতে এগিয়ে আসতে হবে। কেবল স্বৈরাচারের পতন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না; গণতন্ত্র টিকিয়ে রাখতে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হয়।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পুরস্কার যেমন সম্মান, তেমনি দায়িত্বও বাড়িয়ে দেয়। পুরস্কারপ্রাপ্তদের কাছ থেকে সমাজ আরও ভালো কাজ প্রত্যাশা করে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, অধ্যাপক সলিমুল্লাহ খান, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
১১১ বার পড়া হয়েছে