সর্বশেষ

জাতীয়গণভোটে ‘হ্যাঁ’ বললেই সংস্কারের পথে বাংলাদেশ এগোবে: রিজওয়ানা
২০০৮ সালের নির্বাচন কমিশন যথাযথভাবে দায়িত্ব পালন করেনি : দুদক চেয়ারম্যান
শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ড: আপিলের শুনানি চেম্বার জজ আদালতে
হাইকোর্ট জিএম কাদের ও এনডিএফ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রুল জারি
গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী, দুর্ভোগ চরমে
সারাদেশটেকনাফে গুলিবিদ্ধ শিশু বেঁচে আছে, চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে
খুলনায় আবারও জোড়া হত্যাকাণ্ড, এলাকায় আতঙ্ক
ধামরাইয়ে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ
সোনামসজিদে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু
মাদুরোর মুক্তির দাবিতে মাগুরায় মানববন্ধন
বেনাপোলে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
আন্তর্জাতিকইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, উত্তাল পরিস্থিতি অব্যাহত
সিরিয়ায় আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা
খেলারংপুরকে আবারও হারাল রাজশাহী, পয়েন্ট টেবিলে দুইয়ে ওয়ারিয়র্স
জাতীয়

গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী, দুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ৩:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে আবারও তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। টানা তিন দিন ধরে তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।

গ্যাস না থাকায় রান্নাবান্না কার্যত বন্ধ হয়ে গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে—সে বিষয়ে তিতাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।

মোহাম্মদপুরের পাশাপাশি মগবাজার, ইস্কাটন গার্ডেন, হাতিরপুল, সেন্ট্রাল রোড, কাঁঠালবাগান, পুরান ঢাকা, যাত্রাবাড়ী ও গোপীবাগসহ রাজধানীর অধিকাংশ এলাকাতেই একই ধরনের সংকট দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষ বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক চুলার ওপর নির্ভর করছেন। ফলে বাড়তি খরচের পাশাপাশি দৈনন্দিন জীবনে নেমে এসেছে বড় ধরনের বিপর্যয়।

খাতসংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে দেশে দৈনিক প্রাকৃতিক গ্যাসের চাহিদা প্রায় ৪১০ কোটি ঘনফুট হলেও সরবরাহ মিলছে মাত্র ২৫০ থেকে ২৬০ কোটি ঘনফুট। এই বিশাল ঘাটতির সঙ্গে শীতকালীন চাপ এবং পাইপলাইনের বিভিন্ন কারিগরি সমস্যাও সংকটকে আরও প্রকট করে তুলেছে। প্রতি বছর শীত মৌসুম এলেই রাজধানীতে গ্যাস সংকট তীব্র হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি।

এরই মধ্যে বুড়িগঙ্গা নদীর তলদেশে একটি গুরুত্বপূর্ণ বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ চলাকালে পাইপলাইনের ভেতরে পানি ঢুকে পড়ায় নতুন করে সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকামুখী গ্যাস সরবরাহে বড় ধরনের চাপঘাটতি তৈরি হয়েছে।

এই সংকটের প্রভাব পড়েছে শিল্প খাতেও। অনেক কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। পাশাপাশি রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ সারি, যা জনভোগান্তিকে আরও বাড়িয়ে তুলছে।

তিতাস গ্যাসের অপারেশন বিভাগের এক শীর্ষ প্রকৌশলী জানান, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় প্রথমে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হচ্ছে। সে কারণে আবাসিক গ্রাহকরা তুলনামূলক বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

এদিকে গতকাল এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সংকট নিরসনে মেরামত ও পুনরুদ্ধারকাজ চলমান রয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন