ধুনটের নদীতীরে শীতবস্ত্র ও সবুজের উপহার দিল মুনলাইট
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার ধুনট উপজেলার প্রত্যন্ত নদীতীরবর্তী মোহনপুর এলাকায় শীতের কনকনে সকালে ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম চালিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি।
শনিবার সকালে কুয়াশা ভেদ করে সংস্থাটির পক্ষ থেকে নদীতীরের দরিদ্র পরিবার ও একটি এতিমখানার শিশুদের মাঝে কম্বল, সবজি বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।
নদীর পাশে বসবাসকারী মানুষেরা জানান, শীত মৌসুমে তাদের কষ্ট তুলনামূলকভাবে বেশি। এমন সময় কম্বল পাওয়ায় তারা কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন। বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মোহনপুর হাফিজিয়া কওমি মাদ্রাসায় আয়োজন করা হয় দোয়া মাহফিল। এতে মানবতার কল্যাণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক ও দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করে এক এতিম শিশু জানায়, রাতে প্রচণ্ড ঠান্ডায় কষ্ট হতো, এখন কম্বল পেয়ে অনেক আরাম হবে। একই অনুভূতি প্রকাশ করেন নদীতীর এলাকার এক বৃদ্ধ বাসিন্দা। তিনি বলেন, নদীর ধারে শীত বেশি লাগে, এই সহায়তা তাদের জন্য অনেক বড় উপকার।
মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোক্তারা জানান, শুধু তাৎক্ষণিক শীতবস্ত্র বিতরণই নয়, দীর্ঘমেয়াদে মানুষের স্বাবলম্বিতা নিশ্চিত করতেই সবজি বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে পরিবারগুলো নিজেদের খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখতে পারবে।
শীতের সকালে এই মানবিক উদ্যোগ নদীতীর এলাকার নিরব জীবনে এনে দেয় স্বস্তি ও আশার আলো, যা এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
১৪১ বার পড়া হয়েছে