কক্সবাজার সৈকত রক্ষায় ইতিবাচক মানসিকতার আহ্বান মেয়র শাহাদাতের
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার দেশের একটি অমূল্য সম্পদ উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সম্পদকে সংরক্ষণ ও সুরক্ষার দায়িত্ব আমাদের সবার।
সৈকত পরিচ্ছন্ন রাখা এবং ইতিবাচকভাবে বিশ্ব দরবারে উপস্থাপন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার (সকাল ১১টা) কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত এক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইপসা’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সৈকতে আগত পর্যটকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইপসা’র পরিচালক ড. আরিফুর রহমান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান এবং ছাত্রদল নেতা ডা. মাহামুদুল হক জনি। এ সময় ট্যুরিস্ট পুলিশ ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির মাধ্যমে সৈকত পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পর্যটকদের মধ্যে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
২৩৫ বার পড়া হয়েছে