সারাদেশ
ঢাকার আশুলিয়ায় মামলার আসামি গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আশুলিয়া থানার এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।
আশুলিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, এসআই আহত
আবির ইসলাম, সাভার
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৭:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার আশুলিয়ায় মামলার আসামি গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আশুলিয়া থানার এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য এসআই মনিরুল ইসলামকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, এসআই মনিরুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে একটি মামলার আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে গোমাইল বাংলাবাজার এলাকায় গেলে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, 'আমি ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
১৩৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন