তেহরানে দুই শতাধিক বিক্ষোভকারী নিহতের দাবি টাইম ম্যাগাজিনের
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৩:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে রাজধানী তেহরানে এক রাতেই দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।
সাময়িকীটির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে আন্দোলন চরম আকার ধারণ করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।
টাইম ম্যাগাজিন শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে জানায়, নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন—শুধু রাজধানীর ছয়টি হাসপাতালে অন্তত ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে তিনি দাবি করেন।
প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর এই তথ্য নিশ্চিত হলে এটি স্পষ্ট হবে যে, ইরান সরকার বিক্ষোভ দমনে কঠোর সামরিক কৌশল গ্রহণ করেছে। একইসঙ্গে এতে উপেক্ষিত হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। তিনি আগে বলেছিলেন, বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় ইরান সরকারকে ‘চড়া মূল্য’ দিতে হবে।
টাইম ম্যাগাজিন জানায়, গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে ইরানের অন্তত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের রক্তক্ষয়ী সংঘর্ষের পর শুক্রবার রাতেও তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।
ওই চিকিৎসকের ভাষ্যমতে, শুক্রবার নিহতদের মরদেহ হাসপাতালগুলো থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। তিনি আরও জানান, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে গুলি চালানো হয়। এতে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের বেশিরভাগই তরুণ বলে উল্লেখ করেন তিনি।
তবে সাময়িকীটি স্পষ্ট করেছে, এই হতাহতের সংখ্যা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
১৪৩ বার পড়া হয়েছে