কক্সবাজার বিমানবন্দরে বোমা হামলা মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা থেকে কক্সবাজারগামী একটি বিমানে বোমা থাকার হুমকি- এমন চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ‘ফুল এমার্জেন্সি’ ঘোষণা করে দ্রুত ব্যবস্থা নেয়।
সক্রিয় করা হয় এয়ারপোর্ট ইমারজেন্সি অপারেশনস সেন্টার। বিমানবাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং একপর্যায়ে বিমানবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট বোমাটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে ধ্বংস করে।
তবে সিনেমার গল্পের মতো শোনালেও এ ঘটনা বাস্তব নয়- এটি ছিল একটি বিশেষ মহড়ার অংশ। দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার বিমানবন্দরে বুধবার সকালে প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী নিরাপত্তা মহড়ার আয়োজন করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মহড়ায় বেবিচকের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনী, সেনাবাহিনী, র্যাব, জেলা পুলিশ, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা অংশ নেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া, উদ্ধার ও সমন্বিত ব্যবস্থাপনা প্রদর্শনের মাধ্যমে বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা সক্ষমতা যাচাই করা হয়।
মহড়া প্রত্যক্ষ করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, এ ধরনের মহড়া নিরাপত্তা ব্যবস্থার সম্ভাব্য দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলে এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে সহায়তা করে।
তিনি আরও জানান, চলতি বছর অনুষ্ঠিতব্য আইসিএও (ICAO) নিরাপত্তা অডিটের প্রস্তুতিতে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও নতুন আন্তর্জাতিক টার্মিনাল নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেও উল্লেখ করেন তিনি।
মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমডোর আসিফ ইকবাল ও কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তজা হোসেন বক্তব্য রাখেন। এসময় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
৫১৫ বার পড়া হয়েছে