চৌদ্দগ্রামে বিজিবির মানবিক উদ্যোগ: শীতার্তদের মাঝে ৬০০ কম্বল বিতরণ
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ১:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
শীতের তীব্রতা থেকে সীমান্তবর্তী দরিদ্র ও অসহায় মানুষকে সুরক্ষা দিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর ব্যবস্থাপনায় মঙ্গলবার (৬ জানুয়ারি) আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৬০০টি কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সরাইল সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার রকিবুল হাসান। এ ছাড়া কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেসিও ও অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান দমনের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে সীমান্তবর্তী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ হিসেবে এই কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
তারা আরও জানান, মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হবে।
কম্বল পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা জানান।
৪৮৭ বার পড়া হয়েছে