চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির শীতবস্ত্র বিতরণ
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ১২:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া এলাকায় ৩০০ জন অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। এ সময় তিনি বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশায় সীমান্তবর্তী অঞ্চলের খেটে খাওয়া মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, প্রচণ্ড শীতে এ সহায়তা তাদের জন্য অনেক স্বস্তি বয়ে এনেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
৬০৬ বার পড়া হয়েছে