পাবনায় ভাড়ারা গ্রামে গরু চুরি প্রতিরোধে সড়ক অবরোধ ও মানববন্ধন
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনা সদর উপজেলার ভাড়ারা গ্রামে গরু চুরি রোধের দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ভাড়ারা ইউনিয়নের কোলাদী এলাকার বাসিন্দারা বিক্ষোভ মিছিল নিয়ে কোলাদী চারাবটতলা এলাকায় অবস্থান নিয়ে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে মানববন্ধন কর্মসূচি শেষ করেন গ্রামবাসীরা।
মানববন্ধনে আব্দুল আজিজ খান, শামসুর রহমান মাষ্টার ও ইউপি সদস্য কোরবান আলী খানসহ অন্যান্যরা বক্তব্য দেন। তারা জানান, গত দেড় বছরে মোলাদী গ্রামের প্রায় ৪০ জন কৃষকের শতাধিক গরু ও ছাগল চুরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ক্রমবর্ধমান চুরির ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে, তবে প্রশাসনের কাছে অভিযোগ সত্ত্বেও এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা উল্লেখ করেন, এলাকায় প্রভাবশালী কিছু ব্যক্তির সহায়তায় বাইরে থেকে চোর এনে এসব অপরাধ ঘটানো হচ্ছে।
৬৭৩ বার পড়া হয়েছে