দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার মাটিতে দীর্ঘ প্রায় দুই দশকের বিরতি শেষে পদার্পণ করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলের শীর্ষ নেতাদের তথ্য অনুযায়ী, ঢাকার বাইরে তার প্রথম সফরের গন্তব্য হিসেবে বগুড়া বেছে নেওয়া হয়েছে।
তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়া সফর করেছিলেন। এরপর ১৯ বছর ১৮ দিন পর আগামী রোববার, ১১ জানুয়ারি তিনি আবারও বগুড়ায় পৌঁছাবেন। খবরটি জেলা ও উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি সন্ধ্যায় বগুড়ায় পৌঁছানোর পর ১২ জানুয়ারি সকাল ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এই কর্মসূচি তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আয়োজন করা হয়েছে।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
গণদোয়া শেষে তিনি শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি এলাকা হয়ে মহাস্থানে অবস্থিত হজরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজারে জিয়ারত করবেন। এরপর রংপুরে যাত্রা করবেন, যেখানে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার পরিকল্পনা রয়েছে।
বগুড়া জেলা বিএনপির নেতারা জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সফর সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ। তাঁকে একনজর দেখার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
১১৫ বার পড়া হয়েছে