সারাদেশ
যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেনের হত্যাকাণ্ডের পর সাতক্ষীরার সীমান্ত এলাকা নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
যশোরে বিএনপি নেতা হত্যা : সাতক্ষীরায় সীমান্তে তল্লাশি জোরদার
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেনের হত্যাকাণ্ডের পর সাতক্ষীরার সীমান্ত এলাকা নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
নিরাপত্তা বাহিনী নিশ্চিত করতে চাইছে, যে হত্যার ঘটনায় জড়িত পলাতক আসামিরা বাংলাদেশ থেকে ভারতে পলায়ন করতে না পারে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে তল্লাশি, টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে এবং চেকপোষ্ট স্থাপন করে নজরদারি জোরদার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান আরও জানান, নিহত আলমগীর হোসেনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেই জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি সীমান্ত পয়েন্টে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
১৬১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন