আলোচিত এপিএস মোয়াজ্জেম ও মিজানুরসহ ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ২:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরা-১ ও ২ আসনে নির্বাচনী মনোনয়নপত্র যাচাইয়ের পর ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এতে রয়েছে আলোচিত প্রার্থী এপিএস মোয়াজ্জেম হোসেন, গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া এবং জাতীয় পার্টির প্রার্থী মোঃ মশিউর রহমান।
মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকালে যে এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা দেওয়া হয়েছিল, তাতে একজন মৃত ব্যক্তি ও নয়জনের জাল স্বাক্ষর পাওয়া গেছে। এছাড়াও মশিউর রহমান অসম্পূর্ণ হলফনামা জমা দেওয়ায় প্রার্থীতা বাতিল হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। বর্তমানে মাগুরা-১ আসনে ৮ জন ও মাগুরা-২ আসনে ৩ জন প্রার্থী বৈধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
এ বিষয়ে গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহমান অভিযোগ করেছেন, মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ব্যক্তিগত রোষের কারণে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন বলেছেন, তার কর্মীরা ভোটার সমর্থনের স্বাক্ষর সংগ্রহ করেছিলেন এবং তিনি বিষয়টি খতিয়ে দেখার পর প্রয়োজন হলে আপিল করবেন।
১৩১ বার পড়া হয়েছে