জেলেনস্কি ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ করলেন কিরিলো বুদানভকে
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ এবং সম্ভাব্য শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির নতুন চিফ অব স্টাফ হিসেবে কিরিলো বুদানভের নাম ঘোষণা করেছেন।
এতোদিন তিনি ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় জেলেনস্কি জানান, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের জন্য নিরাপত্তা, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং কূটনৈতিক উদ্যোগ একসঙ্গে এগিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। এসব দায়িত্ব বাস্তবায়নে প্রেসিডেন্টের দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।
নতুন চিফ অব স্টাফ সম্পর্কে জেলেনস্কি বলেন, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে কিরিলো বুদানভের অভিজ্ঞতা বিশেষভাবে উল্লেখযোগ্য। রাষ্ট্রের কৌশলগত লক্ষ্য অর্জনে তাঁর দক্ষতা কার্যকর হবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যে ২০ দফার শান্তি আলোচনা চলছে, তার প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা হয়েছে বলে গত বুধবার জানিয়েছিলেন জেলেনস্কি। এমন এক প্রেক্ষাপটে গোয়েন্দা প্রধানকে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
২০২০ সালের আগস্টে কিরিলো বুদানভকে সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান নিয়োগ দেন জেলেনস্কি। তাঁর নেতৃত্বেই ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন পূর্ণমাত্রার যুদ্ধে ইউক্রেন একাধিক উচ্চঝুঁকিপূর্ণ ও আলোচিত অভিযানে সফলতা পায়। ৩৯ বছর বয়সী বুদানভ যুদ্ধ চলাকালে কিয়েভের গোয়েন্দা কার্যক্রমের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন।
রাশিয়ার দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য নিয়ে তিনি বরাবরই সতর্ক করে আসছেন এবং যুদ্ধকে ইউক্রেনের অস্তিত্ব রক্ষার সংগ্রাম হিসেবে তুলে ধরেছেন। চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রতিক্রিয়ায় বুদানভ বলেন, তিনি আগের মতোই দেশের সেবায় কাজ চালিয়ে যাবেন।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পড়ার পর তৎকালীন চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাককে বরখাস্ত করা হয়। এরপর এক মাসের বেশি সময় ধরে পদটি শূন্য ছিল।
১১৬ বার পড়া হয়েছে