মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
মেক্সিকোর ভূকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভে জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছাকাছি, প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় পর্যটন নগরী আকাপুলকোর নিকটে। মূল কম্পনের পর এখন পর্যন্ত ৪০০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আকাপুলকো থেকে প্রায় ৫৭ মাইল উত্তর-পূর্বে গুয়েরেরোর পাহাড়ি এলাকা র্যাঞ্চো ভিয়েজোর কাছে। ভূপৃষ্ঠের প্রায় ২১ দশমিক ৭ মাইল (৩৫ কিলোমিটার) গভীরে এই কম্পনের উৎপত্তি হয়।
গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় একটি ভবন ধসে পড়ে ৫০ বছর বয়সী এক নারী নিহত হন। অন্যদিকে, মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা জানান, ভবন খালি করার সময় পড়ে গিয়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলেও তিনি জানান।
ভূমিকম্পের সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম প্রেসিডেন্টের সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। কম্পন শুরু হতেই সতর্কতা অ্যালার্ম বেজে ওঠে এবং প্রেসিডেন্টসহ উপস্থিত সবাই দ্রুত হলকক্ষ ত্যাগ করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুক্ষণ পর আবারও ব্রিফিং শুরু করা হয়।
স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আকাপুলকোর আশপাশের এলাকা এবং গুয়েরেরোর বিভিন্ন মহাসড়কে ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া রাজ্যের রাজধানী চিলপানসিঙ্গোর একটি হাসপাতালে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। নিরাপত্তার কারণে সেখান থেকে রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এপি জানায়, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে মেক্সিকো সিটি ও আকাপুলকোর বহু বাসিন্দা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
উল্লেখ্য, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির সঙ্গে বাংলাদেশের রাজধানী ঢাকার সময়ের পার্থক্য ১২ ঘণ্টার কিছু বেশি।
১১৯ বার পড়া হয়েছে