শুক্রবার সারাদিনেও খালেদা জিয়ার সমাধিতে মানুষের ঢল
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৪:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবারও মানুষের স্রোত অব্যাহত ছিল।
দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই প্রিয় নেত্রীর কবর জিয়ারত করতে ঢাকার শেরে বাংলানগরের জিয়া উদ্যানে ভিড় করেছেন।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরের পর থেকে জিয়া উদ্যান এলাকায় এ দৃশ্য চোখে পড়ে। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সমাধিস্থলে এসেছেন। কেউ দোয়া করতে, কেউ শুধু এক নজর দেখতে ছুটে এসেছেন।
শুক্রবারের ছুটির দিনে জিয়া উদ্যানে ঘুরতে আসা দর্শনার্থীরাও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভুলছেন না। সন্তানদের নিয়ে ঘুরতে এলেও সুযোগ পেয়ে কবর জিয়ারত করেছেন অনেকে। এত মানুষের ভালোবাসা পাওয়া সত্যিই বিরল।
শোক আর শ্রদ্ধায় শুক্রবার দিনটিও মুখর ছিল জিয়া উদ্যান। মানুষের উপস্থিতিই প্রমাণ করছে রাজনীতির গণ্ডি পেরিয়ে বেগম খালেদা জিয়া বহু মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।
১২০ বার পড়া হয়েছে