খালেদা জিয়ার মৃত্যুতে শেষ দিনের রাষ্ট্রীয় শোক, উপাসনালয়ে বিশেষ দোয়া
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শুক্রবার তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষে দেশজুড়ে সকল ধর্মীয় উপাসনালয়ে তার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও পৃথক প্রার্থনার আয়োজন করা হয়।
এর আগে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর বুধবার থেকে ২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরদিন বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।
১২১ বার পড়া হয়েছে