আইসিসির পিচ ও আউটফিল্ড রেটিংয়ে তলানিতে বাংলাদেশ
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৫:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্বজুড়ে টেস্ট ক্রিকেটে পিচের মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের বক্সিং ডে টেস্ট মাত্র দুই দিনে শেষ হওয়ার পর। সেই আলোচনার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পিচ ও আউটফিল্ড রেটিং বিশ্লেষণে উঠে এসেছে বাংলাদেশের জন্য উদ্বেগজনক এক চিত্র।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ম্যাচগুলোতে পিচ ও আউটফিল্ডের মানের দিক থেকে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট উইজডেনের বিশ্লেষণে দেখা গেছে, ২০১৯ সালে ডব্লুটিসি শুরু হওয়ার পর চারটি আসরে অনুষ্ঠিত ২২৪টি টেস্ট ম্যাচের পিচ ও আউটফিল্ড রেটিংয়ের ভিত্তিতে ৫৮টি ভেন্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান একেবারে নিচে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ করা এই তথ্য অনুযায়ী, ব্যাটসম্যান ও বোলারদের জন্য ভারসাম্যপূর্ণ লড়াই নিশ্চিত করতে বাংলাদেশের পিচগুলো বারবার ব্যর্থ হয়েছে।
আইসিসির মানদণ্ড অনুযায়ী, যে পিচে ব্যাট ও বলের মধ্যে ন্যায্য প্রতিযোগিতা থাকে, সেটিকেই ‘ভালো’ বা ‘খুব ভালো’ উইকেট হিসেবে ধরা হয়। কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত ১৩টি টেস্ট ম্যাচের মধ্যে মাত্র ১৫ দশমিক ৩৮ শতাংশ পিচ ‘খুব ভালো’ রেটিং পেয়েছে। এই সূচকে বাংলাদেশের নিচে রয়েছে কেবল শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কার কোনো পিচ ‘অসন্তোষজনক’ রেটিং না পেলেও বাংলাদেশের ৭ দশমিক ৬৯ শতাংশ পিচকে সেই ক্যাটাগরিতে রাখা হয়েছে, যা বাড়তি উদ্বেগের কারণ।
তুলনামূলক চিত্রে দেখা যায়, নিউজিল্যান্ডের ৮১ দশমিক ৮১ শতাংশ এবং অস্ট্রেলিয়ার ৪৩ দশমিক ৭৫ শতাংশ পিচ ‘খুব ভালো’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইংল্যান্ড ও ভারতের পিচগুলোর মানও বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে।
বাংলাদেশের ভেন্যুগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে মাত্র দুটি টেস্ট পিচ ‘খুব ভালো’ রেটিং অর্জন করতে পেরেছে। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত দুটি টেস্টে এই স্বীকৃতি মিললেও ২০২৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে পিচ পেয়েছিল ‘অসন্তোষজনক’ রেটিং।
পিচের পাশাপাশি আউটফিল্ডের মানও বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক নয়। ১৩টি টেস্টের মধ্যে মাত্র ৪৬ দশমিক ১৫ শতাংশ আউটফিল্ড ‘খুব ভালো’ রেটিং পেয়েছে। ২০২৩ সালে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ হিসেবে মূল্যায়ন করা হয়। যদিও ছয়টি ম্যাচে আউটফিল্ড ‘খুব ভালো’ ছিল, তবু সামগ্রিকভাবে এই সূচকেও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ।
আইসিসির নিয়ম অনুযায়ী, ‘অসন্তোষজনক’ পিচ বা আউটফিল্ডের জন্য ভেন্যু পায় এক ডিমেরিট পয়েন্ট এবং ‘খেলার অযোগ্য’ হলে তিন পয়েন্ট। পাঁচ বছরের মধ্যে ছয় পয়েন্ট হলে এক বছর এবং বারো পয়েন্ট হলে দুই বছরের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অধিকার হারাতে হয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভেন্যুগুলোর পিচ ও আউটফিল্ড উন্নয়ন এখন বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা দিচ্ছে।
১০৪ বার পড়া হয়েছে