সিরাজগঞ্জে শিক্ষার্থীদের হাতে নতুন বই, আনন্দে উচ্ছ্বসিত শিশুরা
বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইংরেজি নববর্ষের প্রথম দিন বৃহস্পতিবার সিরাজগঞ্জের শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দে ভরে উঠেছে।
যদিও এবারের বই উৎসবের আনুষ্ঠানিকতা হয়নি। তবুও শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন বই সংগ্রহ করে পড়াশোনার নতুন উদ্দীপনা নিয়ে বাড়ি ফিরেছে।
জেলার প্রাথমিক স্তরের ১৬৬১টি বিদ্যালয়ে মোট ১৬,১৮,৯০৭টি বই বিতরণ করা হয়েছে। এছাড়াও মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৯১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৪৫,৪৭,৬৩৯টির চাহিদার বিপরীতে ২৬,৮৩৭,৩৭টি বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর উপজেলার গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে বই পেয়ে খুশি হয়েছেন এবং নতুন প্রেরণা নিয়ে শিক্ষা গ্রহণের প্রত্যয় প্রকাশ করেছেন। শিক্ষকরাও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে আনন্দিত।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল জব্বার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন জানান, অন্যান্য বছরের মতো এবছরও বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে সক্ষম হয়েছে প্রশাসন। কয়েক সপ্তাহ আগে থেকেই সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। তারা আশা করছেন, শিক্ষার্থীরা নতুন বই পড়ার মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধি করবে এবং সাফল্য অর্জন করবে।
১৩২ বার পড়া হয়েছে