নাচোলে দিঘির পাড় থেকে দেশীয় অস্ত্র ও তাজা গুলি উদ্ধার
বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ ৭:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত সাড়ে ৮টার দিকে নাচোল থানার ৪ নম্বর নিজামপুর ইউনিয়নের ২ নম্বর বহেরুল ওয়ার্ডের ইলামিত্র গেইট এলাকার একটি দিঘির উত্তর পাশের পাটাল থেকে এসব অস্ত্র ও এ্যামোনিশন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে-লোহার তৈরি বড় হাসুয়া ৪টি, কাঠের বাটযুক্ত ছোট হাসুয়া ৪টি, কাঠের বাটযুক্ত একটি খড়্গ, একটি কিরিচ, লোহার চাইনিজ কুড়াল ২টি, দ্বি-মুখী চাইনিজ কুড়াল ৩টি, স্টিলের হাতলযুক্ত একটি লোহার চেইন স্টিক এবং সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৩ রাউন্ড তাজা এ্যামোনিশন। এ নিয়ে মোট ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছিল।
উদ্ধারকৃত অস্ত্র ও এ্যামোনিশন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাচোল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
র্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
১০৮ বার পড়া হয়েছে