গোমস্তাপুরে ডিএনসি’র মাদকবিরোধী অভিযান, অস্থায়ী চেকপোস্ট
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৪:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মাদকপ্রবণ এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানোসহ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন পরীক্ষা করা হয়। পাশাপাশি মাদক সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়।
ডিএনসি সূত্র জানায়, মাদক চোরাচালান ও অবৈধ মাদক ব্যবসা দমনে এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।
ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) ইমরুল হাসান বলেন, 'মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
এদিকে, ডিএনসি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানান।
১০৫ বার পড়া হয়েছে