সর্বশেষ

জাতীয়বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন
খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানের দোয়া প্রার্থনা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের পদত্যাগ
আগামী পাঁচ দিনে কুয়াশা ও শীতের দাপট অব্যাহত থাকতে পারে
সারাদেশঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আন্তর্জাতিকসামরিক মহড়ার মধ্যে তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়েছে চীন
খেলাকিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে ফাস্ট বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিলো শ্রীলঙ্কা ক্রিকেট
পর্যটন

নতুন বর্ষবরণে কুয়াকাটায় পর্যটকেরা, শীতে কিছুটা ভাটা

এ এম মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী

বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে জড়ো হয়েছেন হাজারো পর্যটক।

সূর্যোদয় ও সূর্যাস্ত একসঙ্গে উপভোগের বিরল সুযোগ থাকায় বছরের শেষ বিকেল ও নতুন বছরের প্রথম প্রভাতে সৈকতজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার বিকেল থেকেই পর্যটকদের আগমন শুরু হয়। তবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছর পর্যটকের সংখ্যা কিছুটা কম। তীব্র শীত ও কুয়াশার প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাদের ধারণা।

সৈকতের বালিয়াড়িতে ঘুরে বেড়ানো, নোনা জলে পা ভেজানো, বেঞ্চিতে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ কিংবা ঘোড়ায় চড়ে বিভিন্ন স্পট ঘুরে দেখার মধ্য দিয়ে সময় কাটাতে দেখা যায় আগত দর্শনার্থীদের। শতভাগ হোটেল বুকিং না থাকলেও প্রায় ৫০ শতাংশ হোটেল-মোটেলের কক্ষ আগাম বুকিং রয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, আগামী দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে।

সৈকতের বেঞ্চি ব্যবসায়ী রহমান বলেন, 'আজ থেকেই পর্যটক আসতে শুরু করেছে। আগামীকাল আরও বাড়বে। তবে শীতটা একটু বেশি।'

কুয়াকাটার হোটেল খান প্যালেসের স্বত্বাধিকারী আ. রহিম খান জানান, 'সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত শোকের কারণে আজ পর্যটক কম। তবে কাল থেকে ভালো সমাগম হবে বলে আশা করছি।'

ঢাকা থেকে আসা পর্যটক মো. ছাব্বির বলেন, 'কুয়াকাটায় এসে দেখি প্রচণ্ড শীত। কুয়াশার কারণে সূর্যের দেখা পাইনি, বাইরে বের হওয়াও কষ্টকর।'

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ বলেন, 'সাপ্তাহিক ছুটি থাকায় ভেবেছিলাম পর্যটক বেশি হবে। কিন্তু শীতের কারণে কিছুটা কম এসেছে। তবুও প্রায় ৫০ শতাংশ রুম বুকিং রয়েছে।'

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক জানান, 'শীতের কারণে পর্যটক কিছুটা কম হলেও কুয়াকাটায় পর্যটকের আগমন অব্যাহত রয়েছে। পর্যটকদের নিরাপত্তা ও সেবায় পৌর প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও থানা পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।'

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
পর্যটন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন