সারাদেশ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে জেলা বিএনপির খতমে কুরআন ও দোয়া মাহফিল
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন। এরই ধারাবাহিকতায় বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে জেলা মহিলা দলের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সহসভাপতি নাজমুন নাহার বিউটি, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, যুগ্ম সম্পাদক উম্মে আছমা ইসলাম, রিতা বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
খতমে কুরআন ও দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন