বেগম জিয়ার মৃত্যুতে পিরোজপুরে শোকের ছায়া, বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ সমবেত হয়ে নেত্রীর প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।
সকাল ৯টার দিকে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা জেলা কার্যালয়ে উপস্থিত হন। পরে বেলা ১১:৩০ টায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে কোরআন খতম, ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শোকাহত নেতাকর্মীদের চোখে গভীর বেদনার ছাপ দেখা যায়।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, 'বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা যেন অভিভাবকহারা হয়ে পড়েছি।' জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, 'নেত্রীর ত্যাগ ও আদর্শকে জনগণের কল্যাণে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব।'
জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, 'অসুস্থ অবস্থাতেও নেত্রী দেশের ও দলের খবর রাখতেন।' অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানসহ দলের সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
১২১ বার পড়া হয়েছে