জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানে মনোনয়নপত্র জমা
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
উৎসবমুখর পরিবেশে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনির কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমাকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বান্দরবান জেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৩৭ জন। এ সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (কাদের) মনোনীত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং এনসিপির মনোনীত প্রার্থী আবু সাঈদ শাহ সুজাউদ্দিন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, আগামী দিনে মনোনয়নপত্র যাচাই-বাছাইসহ নির্বাচনের পরবর্তী সব কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।
১০৮ বার পড়া হয়েছে