কুড়িগ্রামে চার আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে উৎসবমুখর, প্রার্থী ৩০ জন
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৩:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩০ জন প্রার্থী।
সোমবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্রার্থীদের সঙ্গে নিজ নিজ দলের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিলকারীদের মধ্যে কুড়িগ্রাম-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসেন কায়েকোবাদ, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট ইয়াসিন আলী, এনসিপির ড. আতিক মুজাহিদ এবং ইসলামী আন্দোলনের অধ্যক্ষ নুর বখত মনোনয়ন জমা দেন।
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, জামায়াতে ইসলামীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন।
কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতে ইসলামীর ব্যারিস্টার মাহবুব সালেহী, বিএনপির মনোনীত প্রার্থী তাসভিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের ডা. আক্কাছ আলী এবং গণঅধিকার পরিষদের নুরে এরশাদ সিদ্দিকীসহ একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন।
এছাড়া কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনে ৬ জন, কুড়িগ্রাম-২ আসনে ৯ জন, কুড়িগ্রাম-৩ আসনে ৭ জন এবং কুড়িগ্রাম-৪ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সব মিলিয়ে চারটি আসনে মোট ৩০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।
১০৫ বার পড়া হয়েছে