বজরপুরে ট্রাইকো-কম্পোস্ট জৈব সার প্রদর্শনী: কৃষকরা পেলেন ব্যবহারিক ধারণা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট সদর উপজেলার বজরপুর গ্রামে ট্রাইকো-কম্পোস্ট (দানাদার জৈব সার) উৎপাদন ও বিপণন প্রদর্শনীর ফলাফল মূল্যায়ন উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় পল্লী সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় প্রথমবারের মতো স্থানীয় উদ্যোক্তা আব্দুর রাজ্জাক মানসম্মত দানাদার জৈব সার উৎপাদন করে কৃষকদের মাঝে সরবরাহ করেছেন।
সমাবেশে অংশ নেওয়া কৃষকরা জমিতে সার ব্যবহার করে অর্জিত সুবিধার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। জয়পুরহাট সদর উপজেলার কৃষি অফিসার রাফসিয়া জাহান বলেন, “ট্রাইকো-ডার্মা একটি উপকারী ছত্রাক। এটি মাটি শোধন করে, এবং আধুনিক কৃষিতে ট্রাইকো কম্পোস্ট ও ভারমি কম্পোস্টকে প্রধান জৈব সার হিসেবে ধরা হয়। এই সার ব্যবহার করলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন।” তিনি কৃষকদের মানসম্মত জৈব সার ব্যবহার করারও পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক ওবায়দুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন শাহিন, মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম চৌধুরী, প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিন, সহকারী কৃষি কর্মকর্তা নুরে আলম এবং উদ্যোক্তা আব্দুর রাজ্জাক।
মাঠ দিবস আয়োজনের এই অনুষ্ঠানে প্রায় দেড়শ’ কৃষক অংশগ্রহণ করেন এবং তারা সার ব্যবহার সম্পর্কিত নতুন তথ্য ও প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করেন।
১২১ বার পড়া হয়েছে