ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সময় পর বাংলাদেশের মানুষ আবার ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।
মনোনয়ন পাওয়ায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তাদের আস্থার কারণে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ পেয়েছেন।
মির্জা ফখরুল আরও বলেন, সুযোগ পেলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, সামাজিক ও পরিবেশগত অগ্রগতি, অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার এবং কর্মসংস্থান সৃষ্টি তার অগ্রাধিকারের তালিকায় থাকবে বলে জানান। পাশাপাশি কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
মনোনয়নপত্র জমা শেষে তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। এ এলাকার মানুষের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগের মতোই ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার অনুরোধ থাকছে।
এদিকে জানা গেছে, জেলার তিনটি সংসদীয় আসনে রোববার বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
১২২ বার পড়া হয়েছে