সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৩ আসনে মনোনয়ন দাখিল
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
জেলার তিনটি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর আমীর নূরুল ইসলাম বুলবুল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। একই আসনে পরে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ মনোনয়নপত্র জমা দেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও রাজশাহী মহানগর শাখার আমীর ড. কেরামত আলী মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন ফরম বিতরণ শুরুর পর থেকে সোমবার দুপুর পর্যন্ত মোট আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১০৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন