কলাপাড়ায় টানা কুয়াশা ও মেঘে ঢেকে সূর্য, বাড়ছে শীতের ভোগান্তি
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৪:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ঘন মেঘ ও কুয়াশার আবরণে গত দুই দিন ধরে সূর্যের দেখা মেলেনি। চারপাশ ঢেকে আছে ঘন কুয়াশায়।
সকাল থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকায় রাস্তাঘাট ভিজে থাকছে শিশিরে। দৃশ্যমানতা কমে যাওয়ায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।
খেপুপাড়া আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৯টায় কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
আগের দিনের তুলনায় তাপমাত্রা সামান্য বাড়লেও সূর্যের অনুপস্থিতিতে হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, কৃষক এবং রিকশা, ভ্যান ও বাসচালকরা। শীত থেকে বাঁচতে অনেককে খড়-কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।
এ অবস্থায় শীতকালীন সবজি চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। পাশাপাশি হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে।
নীলগঞ্জ এলাকার সবজি চাষি আ. রহিম বলেন, 'এভাবে কুয়াশা পড়তে থাকলে আমাদের সবজির বড় ধরনের ক্ষতি হবে। আমরা খুবই উদ্বিগ্ন।'
১০৯ বার পড়া হয়েছে