সর্বশেষ

জাতীয়হাদির হত্যার প্রধান আসামি ফয়সাল ও সহযোগী ভারতে পলাতক: ডিএমপি
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
খালেদা জিয়ার অবস্থা গুরুতর, সংকটময় সময় পার করছেন: মেডিকেল বোর্ড
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়াল এনবিআর
সারাদেশঘন কুয়াশায় টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের সংঘর্ষ, আহত ২২
সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুন, এক কর্মচারীর মৃত্যু
আন্তর্জাতিকতাইওয়ানের উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপ শুরু
খেলাঅনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকার সহকারী কোচ
জাতীয়

হাদির হত্যার প্রধান আসামি ফয়সাল ও সহযোগী ভারতে পলাতক: ডিএমপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৮:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, শহীদ হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়েছেন। ভারতের দুই নাগরিকের সহায়তায় তারা সীমান্ত পেরিয়ে দেশত্যাগ করেছে। মেঘালয় পুলিশ ওই দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম রোববার সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল। ঘটনার পর ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে অটোরিকশায় আমিনবাজারে যান। সেখান থেকে গাড়িতে করে কালামপুরে এবং এরপর ময়মনসিংহ সীমান্তে পৌঁছান। সীমান্তে ফিলিপ ও সঞ্জয় নামের ভারতীয় নাগরিকরা তাদের অবৈধভাবে ভারতপাড়ি দিতে সহায়তা করেন। পরে তারা মেঘালয়ের তুরা এলাকায় পৌঁছে এবং স্থানীয় নাগরিক পূর্তির কাছে হস্তান্তর করা হয়। পরে সামী নামের এক ব্যক্তির গাড়িতে করে তারা পালিয়ে যায়।

নজরুল ইসলাম আরও জানান, হাদি হত্যার মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন। এছাড়াও চারজন সাক্ষীও আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হবে।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এই হত্যাকাণ্ডের নেপথ্য অনেককে শনাক্ত করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি রাজনৈতিক হত্যাকাণ্ডের একটি ঘটনা।”

শহীদ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

গত রোববার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখ লাখ মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হয়।

এদিকে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ আজ (রোববার) বেলা দুইটা থেকে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন