কুয়াশা কেটে যেতেই পদ্মা-যমুনায় ফেরি চলাচল স্বাভাবিক
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পদ্মা ও যমুনা নদীতে কুয়াশার তীব্রতা কমে আসায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
মাঝ নদীতে নোঙর করে থাকা ফেরিগুলো শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে একে একে ঘাটে ফিরে আসে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ খুদে বার্তায় জানায়, সকাল ১০টার দিকে উভয় নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে যমুনা নদীতে ঘন কুয়াশা দেখা দিলে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় হামিদুর রহমান ও চিত্রা নামের দুটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। পরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
অন্যদিকে, মধ্যরাত ১২টার দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে যাত্রী ও যানবাহনসহ তিনটি ফেরি মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। কুয়াশা কমে এলে সকাল ১০টার দিকে এই রুটেও ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় দুটি গুরুত্বপূর্ণ নৌরুটেই ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের চাপ তৈরি হয়েছে। তবে সিরিয়াল অনুযায়ী যানবাহন পারাপার করা হচ্ছে বলে তিনি জানান।
১০৫ বার পড়া হয়েছে