সারাদেশ
উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে রাজবাড়ীতে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।
রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন
সাজিদ হোসেন, রাজবাড়ী
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৪:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে রাজবাড়ীতে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে জেলার বিভিন্ন চার্চে কেক কাটা এবং ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এছাড়াও বিভিন্ন স্থানীয় সমাজকর্মী ও ধর্মীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বড়দিনের আনন্দ উদযাপনে অংশগ্রহণকারীরা গান, নৃত্য ও প্রার্থনার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। অনুষ্ঠানে উপস্থিতরা সবাই একে অপরকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ ভাগাভাগি করেন।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন