আই হ্যাভ অ্যা প্ল্যান : তারেক রহমান
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ বক্তব্যে দেশ পুনর্গঠনের রূপরেখা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের জন্য তাঁর একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে প্রতিটি মানুষের সহযোগিতা অপরিহার্য।
মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আই হ্যাভ অ্যা ড্রিম নয়, আমি বলছি—আই হ্যাভ অ্যা প্ল্যান। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সবাইকে পাশে থাকতে হবে।'
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে লাখো নেতাকর্মীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই তিনি বাংলাদেশ পুনর্গঠনের কাজ করতে চান। এ লক্ষ্য অর্জনে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারই তাঁর রাজনীতির প্রধান লক্ষ্য।
১৯৭১ ও ২০২৪ সালের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যেমনভাবে ১৯৭১ সালে মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি ২০২৪ সালেও সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। এখন দেশের মানুষ কথা বলার অধিকার এবং গণতন্ত্র ফিরে পেতে চায় বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, পাহাড়-সমতল, মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান- সবাইকে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়াই তাঁদের লক্ষ্য। তিনি বলেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে চান যেখানে নারী, পুরুষ ও শিশুসহ সবাই নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরে আসতে পারবে।
ওসমান হাদিকে শহীদ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তিনি চেয়েছিলেন দেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ১৯৭১ ও ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন, তাঁদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়বে উল্লেখ করে তিনি গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশ গঠনের আহ্বান জানান। বক্তব্যের এক পর্যায়ে তিনি টানা তিনবার বলেন, “আমরা দেশের শান্তি চাই।”
এর আগে লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে পৌঁছান তারেক রহমান। বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি মঞ্চে ওঠেন এবং ৩টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতে তিনি বলেন, 'প্রিয় বাংলাদেশ'।
অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে তাকে স্বাগত জানান।
১১৯ বার পড়া হয়েছে