সারাদেশ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় খ্রিস্টান সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বড়দিন উদযাপন করেছে।
কলাপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো বড়দিন
মিজানুর রহমান, পটুয়াখালী
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় খ্রিস্টান সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বড়দিন উদযাপন করেছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন খ্রিস্টান পল্লীর গির্জায় প্রার্থনা, কীর্তন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি শুরু হয়।
উৎসব উপলক্ষে ভক্তরা বাইবেল পঠনের পাশাপাশি যীশু খ্রীষ্টের জীবন ও শিক্ষার ওপর আলোচনা করেন এবং অতীতের পাপমোচনের জন্য বিশেষ প্রার্থনা করেন।
গতকাল সন্ধ্যায় পল্লীগুলোতে আলোকসজ্জা ও কীর্তনের মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় পুলিশ সদস্যরা তৎপর ছিলেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউসার হামিদ জানান, উৎসবের সকল কার্যক্রম নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন