বেথলেহেমে বড়দিন উদযাপনে আনন্দ-বিষাদের মিশ্র অনুভূতি
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বেথলেহেমের মেঞ্জার স্কয়ারে বড়দিনের উৎসব উদযাপিত হলো, যেখানে স্কাউট দলের শোভাযাত্রা, ঢোল ও ব্রাস বাদ্যের সঙ্গে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী সুরে গাওয়া হলো বড়দিনের ক্যারোল।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ২০২৩ ও ২০২৪ সালে বন্ধ থাকা বড়দিন উদযাপন এবার যুদ্ধবিরতি শুরু হওয়ায় অনুষ্ঠিত হলো।
উৎসবের মধ্যে ছিল আবেগপূর্ণ মুহূর্ত। উপস্থিত ছিলেন জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্ক পিয়ারবাত্তিস্তা পিৎসাবাল্লা, যিনি ফিলিস্তিন ও অঞ্চলের সর্বোচ্চ ক্যাথলিক ধর্মীয় নেতা। তিনি বলেন, “বেথলেহেমে দাঁড়িয়ে পুরো বিশ্বের উদ্দেশে বড়দিনের বার্তা দিচ্ছি। আগামীতে মানুষের মুখও যেন আলোর মতো উজ্জ্বল থাকে।”
কিন্তু মেঞ্জার স্কয়ারের আনন্দের মধ্যে যুদ্ধের ছায়াও স্পষ্ট ছিল। উদযাপনের মাত্র কয়েক ঘণ্টা আগে বেথলেহেমের ধেইশেহ ও আইদা শরণার্থী শিবির থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে অভিযানও অব্যাহত রয়েছে।
গত দুই বছরে ইসরায়েলি অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি খ্রিস্টানরাও নিরাপদ নয়; গত জুলাইয়ে গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় হামলায় তিনজন নিহত হন। অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হলেও গাজায় হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে, এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন।
বৃহত্তর অর্থে, বেথলেহেমে বড়দিন উদযাপন আনন্দ ও শোকের মিশ্র অনুভূতি বহন করছে, যেখানে শহরের ঐতিহাসিক উৎসবের সঙ্গে চলমান সহিংসতার বাস্তবতাও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।
১০৬ বার পড়া হয়েছে