রাজধানীর পূর্বাচল ৩০০ ফিটের পথে তারেক রহমান
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার আগমনে স্বাগত জানান দলটির স্থায়ী কমিটির শীর্ষ নেতারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় তারেক রহমানকে বহন করে রাজধানীর বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি লাল-সবুজের বুলেটপ্রুফ মিনিবাসে চড়ে সংবর্ধনাস্থলের দিকে রওনা হন।
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে লাখ লাখ নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠান থেকে দেশের মানুষের উদ্দেশে বক্তব্য রাখবেন তারেক রহমান, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সংবর্ধনা শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে তিনি বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের কিছুক্ষণ আগে তারেক রহমান ফেসবুকে লিখেছিলেন, “দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।”
১২০ বার পড়া হয়েছে