উদীচী–ছায়ানট ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৩:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং দীপু দাসকে নির্যাতনের পর পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরের পোস্ট অফিস মোড়স্থ মুক্তিযোদ্ধা সংসদের সামনে উদীচী সাতক্ষীরা শাখাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উদীচী সাতক্ষীরা শাখার উপদেষ্টা ও সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যাণার্জী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, দীপ্ত টিভির সাংবাদিক রঘুনাথ খাঁ, বীর মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, গণআন্দোলন জোটের আহ্বায়ক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ ঘোষ, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের ওপর ধারাবাহিক হামলা এবং দীপু দাসকে নির্মমভাবে হত্যার ঘটনা দেশে উগ্রপন্থী ও মব সন্ত্রাসের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। এসব হামলার মাধ্যমে একটি স্বাধীনচেতা ও প্রগতিশীল রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংসের অপচেষ্টা চলছে।
তাঁরা আরও বলেন, অবিলম্বে মব সন্ত্রাস বন্ধ না করা গেলে সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবে। উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দীপু দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১০৬ বার পড়া হয়েছে