দৌলতপুরে সীমান্ত সচেতনতা বৃদ্ধিতে বিজিবি'র মতবিনিময় সভা
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দৌলতপুর সীমান্ত এলাকার স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করেছে, যাতে সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বাড়ানো যায়।
সভাটি সোমবার বিকেল ৪টায় ঠোটারপাড়া বিওপি এলাকার পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। তিনি বক্তব্যে সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। তিনি জানান, 'সীমান্ত আইন মেনে চলা এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে বিজিবিকে অবিলম্বে জানানোর দায়িত্ব প্রত্যেক নাগরিকের।'
সভায় তিনি অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং এর সামাজিক ও নিরাপত্তা সম্পর্কিত ঝুঁকিগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। এছাড়া তিনি স্থানীয় জনগণকে এসব অপরাধ থেকে দূরে থাকতে এবং সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
তবে আলোচনায় শুধু সীমান্ত নিরাপত্তি নয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটেও আইন মেনে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান ও সচেতন থাকার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভার শেষে স্থানীয়রা সীমান্ত নিরাপত্তায় বিজিবির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
১৩৪ বার পড়া হয়েছে