সর্বশেষ

জাতীয়দুই পত্রিকা ও ছায়ানট-উদীচীতে হামলায় শনাক্ত ৩১, গ্রেপ্তার ৯
নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার
সামনের দিনগুলো চ্যালেঞ্জিং, সবাইকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
দেশের স্বর্ণবাজারে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড, ভরিতে বাড়ল হাজার টাকা
গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার অভিবাসীদের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি
সকাল থেকেই ঢাকায় কুয়াশা, তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই
সারাদেশঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আন্তর্জাতিকপশ্চিম তীরে ১৯টি নতুন বসতি অনুমোদন ইসরায়েলের
খেলাডাফির তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড
জাতীয়

ফয়সাল ও তার সঙ্গীদের ব্যাংকে ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে নতুন মাত্রা যোগ হয়েছে।

হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব লেনদেন মানিলন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসী অর্থায়নের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সংস্থাটি।

রবিবার (২১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেব এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব পর্যালোচনায় এই বিপুল অঙ্কের অস্বাভাবিক লেনদেনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অর্থপাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে।

সিআইডি জানায়, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হলে ঘটনাটির পরপরই ছায়া তদন্ত শুরু করে সংস্থাটি। তদন্তের অংশ হিসেবে দ্রুত ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট পাঠানো হয়, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়, ব্যবহৃত গুলির খোসা উদ্ধারসহ অন্যান্য আলামত ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হচ্ছে।

এছাড়া গ্রেফতার অভিযানের সময় উদ্ধার করা বিভিন্ন ব্যাংকের চেকবই বিশ্লেষণ করে সিআইডি দেখতে পেয়েছে, অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাধিক চেকে বিপুল অঙ্কের অর্থের উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এসব চেকের মোট আর্থিক মূল্য প্রায় ২১৮ কোটি টাকা।

সিআইডির প্রাথমিক অনুসন্ধানে আরও উঠে এসেছে, অভিযুক্ত ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে সংঘটিত ১২৭ কোটি টাকার বেশি লেনদেন অপরাধমূলক কর্মকাণ্ডের অর্থায়নের সঙ্গে যুক্ত হতে পারে। এ কারণে অভিযুক্তদের বিভিন্ন হিসাবে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুত বাজেয়াপ্ত করতে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। একই সঙ্গে এসব অর্থের প্রকৃত উৎস ও অর্থ সরবরাহকারীদের চিহ্নিত করার কাজ চলছে।

উল্লেখ্য, হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনও গ্রেফতার হয়নি। তবে মামলার আলামত গোপন করা এবং তাকে পলাতক থাকতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে ইতোমধ্যে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সংঘবদ্ধ ও প্রভাবশালী চক্র জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে সিআইডির একাধিক টিম কাজ করছে। অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে মূলহোতাকে গ্রেফতার এবং পুরো অপরাধচক্র উন্মোচনে তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিআইডি।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন